বলেছিলে,
ইচ্ছে হলে ডাকবে।
সেদিন থেকে আমি
তোমার ডাকের অপেক্ষায়।
প্রতিটি নতুন দিনে ভাবি ,
এই বুঝি প্রতীক্ষার শেষ হল।
বোকা আমি
বুঝিনি ইচ্ছেটা তোমার মরেই গেছে ।
তবুও অপেক্ষা
বোকা আমি আর আমার বোকা বোকা ভাবনা।
Friday, June 22, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment