Saturday, July 14, 2007

বান্ধব

কে বলল আমি একা...

আমার কষ্টে নীল হয়ে আছে সমুদ্র,
আমার দুঃখে জল ফেলে মেঘময় আকাশ,

আমারই খুশিতে ঝলমলিয়ে উঠে রোদ-
গান গেয়ে বয়ে যায় কোমল বাতাস।

আমি একা নই,
আমার সাথে আমার আজন্ম পরিচিত বান্ধব।

Friday, June 22, 2007

অপলাপ -২

বলেছিলে,
ইচ্ছে হলে ডাকবে।

সেদিন থেকে আমি
তোমার ডাকের অপেক্ষায়।
প্রতিটি নতুন দিনে ভাবি ,
এই বুঝি প্রতীক্ষার শেষ হল।
বোকা আমি
বুঝিনি ইচ্ছেটা তোমার মরেই গেছে ।

তবুও অপেক্ষা
বোকা আমি আর আমার বোকা বোকা ভাবনা।

Tuesday, June 5, 2007

খোঁজ

আজ তন্নতন্ন করে খুঁজব
সবাইকে আমার সামনে দাঁড় করিয়ে তল্লাশি চালাব আজ।
প্রতিটি কোনা খুঁজে দেখব
কাউকে ছাড় দিব না ,
সবার মনকে উলটপালট করে -
নিজেকে খুঁজব আমি।

কোথাও যে নিজেকে পাচ্ছিনা ।

Sunday, June 3, 2007

ব্যর্থতা

আমি পারিনা , সবাই পারে না।

ছোটবেলায় পাশের বাসার ছেলেটি
অদ্ভুত কসরত দেখিয়ে বলেছিল পারবি?
আমি অবাক হয়ে ভেবেছিলাম
"আমি কেন পারিনা?"

বাবার একটু একটু করে বুড়িয়ে যাওয়া,
মায়ের সংসার চালানোর গ্লানি।
ক্লাসের সবচেয়ে পেছনের ছেলেটিও
কীভাবে যেন চাকরি পেয়ে যায়,
সোনার হরিণ।
মায়ের দীর্ঘশ্বাস ;
"তোর কেন হয়না , তুই কেন পারিস না ?"

বন্ধুদের সবার পাশেই সঙ্গিনী,
ব্যস্ত সময়।
আমি চেয়ে চেয়ে দেখি।
আমার অখন্ড অবসর,
আমি ব্যস্ত ও হতে পারিনি।

আমি পারিনা , সবাই পারে না।

অপলাপ

বাতাসে পাতার শব্দ ।
দূরে কোথায় যেন কিসের কোলাহল,
আমি কান পেতে থাকি কিছু বুঝতে পারিনা।
আবার সব চুপচাপ, নিস্তব্ধ।
আমি কবি নই
তাই বাতাসে পাতার শব্দে গান খুঁজে নিতে পারিনা।

বেলা শেষ হয়, সন্ধ্যা নামে,
পাখিদের নীড়ে ফেরার তাড়া।
একটি দীর্ঘ কালো রাতের সূচনা।
আমি কবি নই
রাতকে মায়াবী ভেবে প্রিয়াকে কল্পনা করতে পারিনা।

সকালের নতুন সূর্য,
আমাকে আশার আলো দেখায়না ।
বরং মনে করিয়ে দেয়
এটি আরেকটি দিন ঠিক গতকালের মত।
আমি কবি নই
শূন্য চারপাশে তাই ভালোবাসা খুঁজে পাইনা ।

দূর্বোধ্য

ওরা বুঝেনা, বুঝবে না।
নর-নারীর মাঝে যারা শুধু প্রেম খুঁজে বেড়ায় ,
তাদের বোঝার কথা নয়।
আমার ভালোবাসা তীব্র, ব্যপ্তিময় ,নিঃস্বার্থ
আর শূভ্রতা? শরতের আকাশের মত।

হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি
কিন্তু এর স্বরূপ বোঝাতে আমি ব্যার্থ।
নিজেও বুঝি কি?

যখন প্রচণ্ড সুখে অভিভূত হই,
চারপাশে খুঁজে মরি তোমাকে।
তীব্র অভিমানে যখন উড়ে চলে যেতে চাই দূরে কোথাও,
তখন তোমাকেই আঁকড়ে ধরি।
দুঃখের রাতে যখন হাঁপ ধরে উঠে বুকে,
তুমিই তখন আমার মনের জানালা।
একে নিশ্চয়ই ভালোবাসা বলে!

আমার জানা নেই , আমি জানি না।
শুধু জানি
আমার অনুভূতিগুলো সুন্দর, নির্মল , ব্যপ্তিময়,
ওরা বুঝেনা , বুঝবে না।

তুমি বুঝেছ তো?

হারিয়ে গেলাম

হারিয়ে গেলাম
কেউ খুঁজলনা ,কেউ খুজেঁনা,
তাই হারিয়ে গেলাম।
বিশ্বসংসার তন্নতন্ন করে খুজঁলাম
কেউ নেই আমার অপেক্ষায়।
কারো সময় কাটেনা এই ও এলো বলে ভাবনায়।
তাই হারিয়ে গেলাম।

নির্মম নাগরিক জীবনের সাথে লড়াই করে
কারো একান্ত সময়ের কিছুটা ছিনিয়ে নিতে পারিনি।
পারিনি কাউকে আমার আশায় বসিয়ে রাখতে ।
কোলাহলের এই জীবন থেকে
তাই আমার এই নিরব হারিয়ে যাওয়া।

হয়ত কারো মন আক্রান্ত হবে না হাহাকারে
হঠাৎ কোন বিকেলে শূণ্যতা অনুভব করবেনা কেউ,
কারো মনে বেজে উঠবে না বহুদিন দেখিনা।
তবুও...... হারিয়ে গেলাম।
কেউ খুঁজবে এই আশায়......।