Sunday, June 3, 2007

অপলাপ

বাতাসে পাতার শব্দ ।
দূরে কোথায় যেন কিসের কোলাহল,
আমি কান পেতে থাকি কিছু বুঝতে পারিনা।
আবার সব চুপচাপ, নিস্তব্ধ।
আমি কবি নই
তাই বাতাসে পাতার শব্দে গান খুঁজে নিতে পারিনা।

বেলা শেষ হয়, সন্ধ্যা নামে,
পাখিদের নীড়ে ফেরার তাড়া।
একটি দীর্ঘ কালো রাতের সূচনা।
আমি কবি নই
রাতকে মায়াবী ভেবে প্রিয়াকে কল্পনা করতে পারিনা।

সকালের নতুন সূর্য,
আমাকে আশার আলো দেখায়না ।
বরং মনে করিয়ে দেয়
এটি আরেকটি দিন ঠিক গতকালের মত।
আমি কবি নই
শূন্য চারপাশে তাই ভালোবাসা খুঁজে পাইনা ।

No comments: