হারিয়ে গেলাম
কেউ খুঁজলনা ,কেউ খুজেঁনা,
তাই হারিয়ে গেলাম।
বিশ্বসংসার তন্নতন্ন করে খুজঁলাম
কেউ নেই আমার অপেক্ষায়।
কারো সময় কাটেনা এই ও এলো বলে ভাবনায়।
তাই হারিয়ে গেলাম।
নির্মম নাগরিক জীবনের সাথে লড়াই করে
কারো একান্ত সময়ের কিছুটা ছিনিয়ে নিতে পারিনি।
পারিনি কাউকে আমার আশায় বসিয়ে রাখতে ।
কোলাহলের এই জীবন থেকে
তাই আমার এই নিরব হারিয়ে যাওয়া।
হয়ত কারো মন আক্রান্ত হবে না হাহাকারে
হঠাৎ কোন বিকেলে শূণ্যতা অনুভব করবেনা কেউ,
কারো মনে বেজে উঠবে না বহুদিন দেখিনা।
তবুও...... হারিয়ে গেলাম।
কেউ খুঁজবে এই আশায়......।
Sunday, June 3, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment