Sunday, June 3, 2007

দূর্বোধ্য

ওরা বুঝেনা, বুঝবে না।
নর-নারীর মাঝে যারা শুধু প্রেম খুঁজে বেড়ায় ,
তাদের বোঝার কথা নয়।
আমার ভালোবাসা তীব্র, ব্যপ্তিময় ,নিঃস্বার্থ
আর শূভ্রতা? শরতের আকাশের মত।

হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি
কিন্তু এর স্বরূপ বোঝাতে আমি ব্যার্থ।
নিজেও বুঝি কি?

যখন প্রচণ্ড সুখে অভিভূত হই,
চারপাশে খুঁজে মরি তোমাকে।
তীব্র অভিমানে যখন উড়ে চলে যেতে চাই দূরে কোথাও,
তখন তোমাকেই আঁকড়ে ধরি।
দুঃখের রাতে যখন হাঁপ ধরে উঠে বুকে,
তুমিই তখন আমার মনের জানালা।
একে নিশ্চয়ই ভালোবাসা বলে!

আমার জানা নেই , আমি জানি না।
শুধু জানি
আমার অনুভূতিগুলো সুন্দর, নির্মল , ব্যপ্তিময়,
ওরা বুঝেনা , বুঝবে না।

তুমি বুঝেছ তো?

No comments: