Saturday, July 14, 2007

বান্ধব

কে বলল আমি একা...

আমার কষ্টে নীল হয়ে আছে সমুদ্র,
আমার দুঃখে জল ফেলে মেঘময় আকাশ,

আমারই খুশিতে ঝলমলিয়ে উঠে রোদ-
গান গেয়ে বয়ে যায় কোমল বাতাস।

আমি একা নই,
আমার সাথে আমার আজন্ম পরিচিত বান্ধব।

No comments: